সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম পিন্চু কতৃক অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে দেওয়া হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় ষাট হাজার টাকা। শনিবার (উনিশ আগষ্ট) উপজেলার বনগ্রাম রসুলপুর হাটে অভিযান চালিয়ে বিক্রি চলমান অবস্থায় এ সব অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয় এবং তাৎক্ষণিক জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযান পরিচালনার সময়ে চেয়ারম্যান কে সহযোগিতা করেন, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে চেয়ারম্যান মনসুর আলম পিন্চু বলেন, বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর এবং সব অবৈধ জাল দিয়ে মাছ ধরার কারনে আমাদের দেশে এখন খোলা পানির মাছের ঘাটতি হয়ে গেছে।
এই অবৈধ জাল দিয়ে মাছ ধরা প্রতিরোধ করতে পারলেই সহজেই আমাদের মাছের ঘাটতি পূরন সম্ভব।
বিক্রি চলমান অবস্থায় তিনি হাট থেকে জাল জব্দ করার সময়ে বিক্রেতা ও ক্রেতা গানকে সতর্ক করে দেন এ অবৈধ জাল ক্রয় বিক্রয়ের বিষয়ে।
তাৎক্ষণিক ভাবে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং এ জাল ব্যবহার করে মাছ না ধরার বিষয়েও মৎস্যজীবী দের সতর্ক করে দেওয়া হয়।
তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় চায়না দুয়ারী জাল জব্দ
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০৪:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- ২০১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ