এস এম আলমগীর চাঁদ,
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
দেশের ২২ তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন দ্বিতীয় বারের মত আগামী ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসবেন। সফরের দ্বিতীয় দিনে (২৮ সেপ্টেম্বর) পাবনার সাঁথিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পাবনার জেলা প্রশাসক মোঃ আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বিকেলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোঃ মামুনুল হক স্বাক্ষরিত সফরসুচি থেকে এ সব তথ্য পাওয়া গেছে। জানা গেছে ২৭ সেপ্টেম্বর বিকাল তিন টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রাষ্ট্রপতি পাবনায় পৌছাবেন। বিকাল সোয়া চার টার দিকে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত থাকবেন। এরপর গার্ড অব অনার শেষে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
পরের দিন ২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহন করবেন।
এরপর ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে পাবনা সার্কিট হাউসে গার্ডঅবঅনার শেষে পাবনা স্টেডিয়াম থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন।
সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রতি বছর এখানে নৌকা বাইচের আয়োজন করা হয় ।২৮ তারিখ এ নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগদান করবেন। আমরা সাঁথিয়া পৌরবাসী সহ সমস্ত সাঁথিয়া বাসী রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ধন্য।
পাবনার জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় আসবেন। দ্বিতীয় দিনে সাঁথিয়ার নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ইতিমধ্যেই নির্দেশনা পেয়েছি। প্রস্তুতি শুরু হয়ে গেছে।
উল্লেখ্য, গত ১৫ মে চারদিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি। এ উপলক্ষে পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল গনসংবর্ধনা প্রদান করা হয়।