পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় অপহরণ মামলায় নাগডেমরা ইউনয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত ৮ আগষ্ট নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমানসহ কয়েকজন মিলে সোনাতলা গ্রামের মৃত আনছার শেখের ছেলে যুবলীগ নেতা নান্নু (৪৫) কে আপহরণ করে মারপিটের অভিযোগে শনিবার গভীর রাতে থানা পুলিশ ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানকে তার এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এঘটনায় অপহৃত নান্নু বাদী হয়ে রোববার চেয়ারম্যান হাফিজুর রহমানসহ কয়েকজনকে আসামী করে সাঁথিয়া থানায় মামলা করেছে।
ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, আমাকে মিথ্যা অপহরণ মামলায় ফাসানো হয়েছে। বাদী নিজেই আমাদের সাথে দেখা করে চলে যায়। অপহরণের কোন ঘটনাই ঘটে নাই।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে অপহরণ মামলায় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।