এস এম আলমগীর চাঁদ, সাথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুণ অর রশিদ (৫০) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুষ্কৃতিকারিরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। আহতকে উদ্ধার করে প্রথমে সাথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। থানা পুলিশ এ ঘটনায় ৫টি হাসুয়া, কিছু বাঁশের লাঠি উদ্বারসহ ১৩ জনকে আটক করেছে।
জানা যায়, শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা হারুণ অর রশিদ বাড়ি থেকে একটি ভ্যানযোগে সোনাতলা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। ইছামতি নদীর বটতলা আবুল বাজারে পৌঁছা মাত্রই দুষ্কৃতিকারিরা হারুণ অর রশিদকে ভ্যান থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে চলে যায়।
খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবন্নতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। এঘটনায় এলাকায় উত্তোজনার সৃষ্টি হলে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫টি হাসুয়া,কিছু বাশের লাঠি উদ্বারসহ ১৩জনকে আটক করেছে। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত হারুন অর রশিদের ভাই জুয়েল জানান, আমার ভাইকে নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রাহমান এর লোকজন পিটিয়ে গুরুত্বর আহত করেছে। এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
এ ব্যাপারে নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রাহমান জানান, মারপিটের ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। মারপিটের বিষয়টি আমি জানতাম না পরে শুনেছি। সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আগামি নির্বাচনে আমাকে প্রতিহত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ষড়যন্ত করছে এবং তার লোকজন দ্বারা আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় বিভিন্নস্থানে তল্লাসী চালিয়ে ৫টি হাসুয়া, কিছু বাশের লাঠি উদ্বারসহ ১৩ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।