
কুমিল্লায় জাতীয় দৈনিক গনজাগরন পত্রিকা ও রাজধানী টেলিভিশন (আইপি টিভি) কুমিল্লা জেলা প্রতিনিধি নগরীর তালপুকুর পাড় এলাকার বর্তমান বাসিন্দা মোঃ শফিউল আলমকে মুঠোফোনে হত্যার হুমকির অভিযোগ উঠেছে একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দিশকরা গ্রামের আব্দুল জলিল রিপন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এঘটনায় শফিউল আলম বাদি হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি সূত্রে জানা যায়- ৫ই মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় বিবাদী আব্দুল জলিল রিপন এর ব্যবহৃত মুঠোফোন নাম্বার থেকে বাদীকে কল দিয়ে দেখা হওয়া মাত্র কুপিয়ে হত্যা করিবে বলে হুমকি প্রদর্শন করে।
অভিযোগ এর বিষয়ে আলাপকালে বাদী শফিউল আলম জানায় আমার বাড়ী ও বিবাদীর বাড়ী চৌদ্দগ্রাম উপজেলায়।কিন্তু আমি বর্তমানে কুমিল্লা নগরীর তালপুকুর পাড় এলাকায় বসবাস করে আসছি।হত্যার হুমকিদাতা বিবাদীর সাথে আমার পূর্বে কোন জামেলা কিংবা বিরোধ নেই। কিন্তু হঠাৎ বিবাদী আব্দুল জলিল রিপন আমার মুঠোফোনে কল দিয়ে আমাকে প্রাননাশের হুমকি দিতে থাকে।
এমতাবস্থায় আমি আমার ও আমার পরিবারের চেয়ে কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরী করি। যার নং-৩৬৩ তারিখ: ০৫/০৩/২০২৪ইং।