ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo সুনামগঞ্জে ১ টি স্টিল নৌকাসহ ৩১টি ভারতীয় গরু আটক Logo পবায় রাতের আঁধারে কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ Logo ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি: এক শিক্ষক বরখাস্ত, অপরজনকে শোকজ Logo চীন থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া মানে বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া: কিশোর মাহবুবানি Logo অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণে চীনের কৌশল: সি চিন পিংয়ের প্রবন্ধে বিশ্লেষণ Logo চীনে আমদানি-রপ্তানিতে গতি, অর্থনীতিতে ইতিবাচক সংকেত Logo রিয়াদে চীন-সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের কৌশলগত সংলাপ Logo ১৭ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের পরদিন, রাষ্ট্র গঠন ও যুদ্ধবিধ্বস্ত জাতির পুনর্গঠনের প্রথম দিন Logo সুবিদাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

সাংবাদিকদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: সাংবাদিকদের সুখবর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা যাতে কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারেন সে ব্যবস্থা করে দিয়েছে বর্তমান সরকার।

তিনি বলেন, ‘সাংবাদিকদের আবাসন প্রকল্পের বিশেষ উদ্যোগ নিয়েছি। এর মধ্যে অনেককেই প্লট দেওয়া হয়েছে, আবার অনেকে পেয়ে বিক্রিও করেছে। ওইভাবে না দিয়ে, সরকারিভাবে অনেক ফ্ল্যাট আমরা তৈরি করেছি। সেটা আপনি কিছু টাকা জমা দিয়ে কোনটা ১৬ বছর, কোনটা ২৬ বছর পর্যন্ত কিন্তু আস্তে আস্তে টাকাটা শোধ দেওয়া যায়। এবং এক সময় মালিক হওয়া যায়। সেই ভাবে আমরা কিন্তু অনেক ফ্ল্যাট তৈরি করেছি, এটা যদি সাংবাদিকরা চান আমরা কিন্তু আপনাদের জন্য তা ব্যবস্থা করতে পারি।’

সোমবার (১০ জুলাই) সকালে গণভবনে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত-নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ‘সাংবাদিকদের বলবো যে, তারা যদি এই ফ্ল্যাট কিনতে চান, সরকারি ফ্ল্যাট যেগুলো আমরা তৈরি করেছি, সেগুলো আমরা বিক্রি করছি। ন্যাপ সম্মেলনের জন্য যখন আমরা ফ্ল্যাট তৈরি করি, তখনি আমার একটা লক্ষ্য ছিল যে, আমাদের সম্মেলনগুলি হওয়ার পরে সেখানে আমরা আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আসলে তাদের তো কোনো চাকরির স্থায়িত্ব থাকে না। তারা হয়তো বয়োবৃদ্ধ হয়ে যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে, তখন কি করে চলবে। তার কোনো নির্দিষ্ট কোনো সুযোগই থাকে না। সরকারি চাকরি যারা করে তারা তো অবসর ভাতা পায়। যেমন আমাদের রাজনীতিবিদদের জন্য কিছু থাকে না আবার সাংবাদিকদেরও কিছু থাকে না। এটা বাস্তবতা। আমি জানি না, এতদিন চিন্তা হয়নি। এখন চিন্তা হয়। আমি চলবো কিভাবে, যদি ব্যবসা বাণিজ্য করতাম সেটা আলাদা কথা। যারা ব্যবসা করে তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমরা যারা ব্যবসা করি না বা কিছুই করি না, আমরা কিভাবে চলবো, কোথায় থাকবো। এখন গণভবনে আছি ভালো কথা, এখান থেকে যেয়ে উঠবো কোথায়। সে জায়গা টা তো নেই। এটা তো বাস্তবতা। তো যাই হোক, আমি নিজের জন্য চিন্তা করি না। কিন্তু আমি সবার জন্যই ভাবি।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের বলবো, যদি কেউ এ রকম ফ্ল্যাট কিনতে চান, এটা আপনি কিস্তিতে দেবেন। প্রথমে সামান্য একটু দিলে বাকিটা কিস্তিতে দেওয়া যাবে। সেভাবে আমরা কিন্তু ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি। যদি আপনারা নিজেরা করতে চান, একটা জায়গা নির্দিষ্ট করে দিলাম, যেখানে আপনারা ঘর করে নিতে পারবেন। কিন্তু সহজ হয় ওটাই যে কিস্তিতে একটা ফ্ল্যাট নিলে স্থায়ী আবাসনের একটা ব্যবস্থা হয়।’

ইলেক্ট্রনিক মিডিয়াকে ওয়েজবোর্ডের আওতায় আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মচারী, প্রেস শ্রমিকদের কল্যাণে ইতোমধ্যে আমরা ওয়েজবোর্ডও কার্যকর করেছি। যেহেতু এখন বেসরকারি খাতটাই সব, এটা নির্ভর করে অনেকটা মালিকদের ওপর। তারপরেও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরও ওয়েজবোর্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এবং খুব শিগগিরই এটা বাস্তবায়ন করা হবে। আর আপনাদের কল্যাণে গণমাধ্যমকর্মী চাকরি শর্তাবলী আইন সেটাও আমরা প্রণয়ন করে দিবো।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

SBN

SBN

সাংবাদিকদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: সাংবাদিকদের সুখবর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা যাতে কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারেন সে ব্যবস্থা করে দিয়েছে বর্তমান সরকার।

তিনি বলেন, ‘সাংবাদিকদের আবাসন প্রকল্পের বিশেষ উদ্যোগ নিয়েছি। এর মধ্যে অনেককেই প্লট দেওয়া হয়েছে, আবার অনেকে পেয়ে বিক্রিও করেছে। ওইভাবে না দিয়ে, সরকারিভাবে অনেক ফ্ল্যাট আমরা তৈরি করেছি। সেটা আপনি কিছু টাকা জমা দিয়ে কোনটা ১৬ বছর, কোনটা ২৬ বছর পর্যন্ত কিন্তু আস্তে আস্তে টাকাটা শোধ দেওয়া যায়। এবং এক সময় মালিক হওয়া যায়। সেই ভাবে আমরা কিন্তু অনেক ফ্ল্যাট তৈরি করেছি, এটা যদি সাংবাদিকরা চান আমরা কিন্তু আপনাদের জন্য তা ব্যবস্থা করতে পারি।’

সোমবার (১০ জুলাই) সকালে গণভবনে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত-নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ‘সাংবাদিকদের বলবো যে, তারা যদি এই ফ্ল্যাট কিনতে চান, সরকারি ফ্ল্যাট যেগুলো আমরা তৈরি করেছি, সেগুলো আমরা বিক্রি করছি। ন্যাপ সম্মেলনের জন্য যখন আমরা ফ্ল্যাট তৈরি করি, তখনি আমার একটা লক্ষ্য ছিল যে, আমাদের সম্মেলনগুলি হওয়ার পরে সেখানে আমরা আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আসলে তাদের তো কোনো চাকরির স্থায়িত্ব থাকে না। তারা হয়তো বয়োবৃদ্ধ হয়ে যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে, তখন কি করে চলবে। তার কোনো নির্দিষ্ট কোনো সুযোগই থাকে না। সরকারি চাকরি যারা করে তারা তো অবসর ভাতা পায়। যেমন আমাদের রাজনীতিবিদদের জন্য কিছু থাকে না আবার সাংবাদিকদেরও কিছু থাকে না। এটা বাস্তবতা। আমি জানি না, এতদিন চিন্তা হয়নি। এখন চিন্তা হয়। আমি চলবো কিভাবে, যদি ব্যবসা বাণিজ্য করতাম সেটা আলাদা কথা। যারা ব্যবসা করে তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমরা যারা ব্যবসা করি না বা কিছুই করি না, আমরা কিভাবে চলবো, কোথায় থাকবো। এখন গণভবনে আছি ভালো কথা, এখান থেকে যেয়ে উঠবো কোথায়। সে জায়গা টা তো নেই। এটা তো বাস্তবতা। তো যাই হোক, আমি নিজের জন্য চিন্তা করি না। কিন্তু আমি সবার জন্যই ভাবি।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের বলবো, যদি কেউ এ রকম ফ্ল্যাট কিনতে চান, এটা আপনি কিস্তিতে দেবেন। প্রথমে সামান্য একটু দিলে বাকিটা কিস্তিতে দেওয়া যাবে। সেভাবে আমরা কিন্তু ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি। যদি আপনারা নিজেরা করতে চান, একটা জায়গা নির্দিষ্ট করে দিলাম, যেখানে আপনারা ঘর করে নিতে পারবেন। কিন্তু সহজ হয় ওটাই যে কিস্তিতে একটা ফ্ল্যাট নিলে স্থায়ী আবাসনের একটা ব্যবস্থা হয়।’

ইলেক্ট্রনিক মিডিয়াকে ওয়েজবোর্ডের আওতায় আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মচারী, প্রেস শ্রমিকদের কল্যাণে ইতোমধ্যে আমরা ওয়েজবোর্ডও কার্যকর করেছি। যেহেতু এখন বেসরকারি খাতটাই সব, এটা নির্ভর করে অনেকটা মালিকদের ওপর। তারপরেও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরও ওয়েজবোর্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এবং খুব শিগগিরই এটা বাস্তবায়ন করা হবে। আর আপনাদের কল্যাণে গণমাধ্যমকর্মী চাকরি শর্তাবলী আইন সেটাও আমরা প্রণয়ন করে দিবো।’