
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক সাংবাদিক সাকিব আল হেলালের চিকিৎসায় আর্থিক অনুদান করা হয়। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় বরুড়া গনি মিয়া সড়কে দৈনিক মানবকন্ঠ অফিসে বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবুল হাসেম এর হাতে পঞ্চাশ হাজার টাকা অনুদান তুলে দেন মরহুম আবু তাহের ফাউন্ডেশন এর উপদেষ্টা ও ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখার ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম লিটন, উপদেষ্টা ডাঃ মোঃ আমান উল্লাহ মজুমদার, সংগঠনের সদস্য বরুড়া বাজারের ব্যবসায়ী জোবায়ের হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ মহসিন মিয়া, দৈনিক ভোরের ডাক পত্রিকা প্রতিনিধি সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এমডি আজিজুর রহমান, দৈনিক সমাজকন্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সাকিব আল হেলাল দীর্ঘদিন যাবত কিডনি জটিলতা সমস্যায় ঢাকা শ্যামলী প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার চিকিৎসায় ব্যয়বহুল হওয়ায় বিভিন্ন মহলের পাশাপাশি মরহুম আবু তাহের ফাউন্ডেশন তাকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে।
এছাড়া ও একেএইচ গ্রুপের মোঃ আনিসুল হক সাংবাদিক সাকিব আল হেলালের চিকিৎসার জন্য ২০হাজার টাকা অনুদান দিয়েছেন।
মুক্তির লড়াই ডেস্ক : 
























