
মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতর নাম- তাফসিরুল ইসলাম (২৩)।
বুধবার দিবাগত রাতে তাকে ঝিনাইদহের মহেশপুর থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, তাফসিরুল স্থানীয় একটি কলেজের অনার্স ২য় বর্ষে শিক্ষার্থী। সে স্কুল জীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র শিবিরের বিভিন্ন পেইজের এডমিন হিসেবে কাজ করে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ আগস্ট জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী অসুস্থ হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। গত ১৪ আগস্ট চিকিৎসারত অবস্থায় রাত ৮. ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। সাঈদী চিকিৎসারত থাকাবস্থায় বিশেষজ্ঞ টীম আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করেন। এছাড়াও পরিবারও তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা যায়।
আল মঈন বলেন, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে কিছু মানুষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অপপ্রচার চালায়। এছাড়াও বিশেষজ্ঞ টীমের একজন সদস্য হিসেবে জামায়াত নেতা সাঈদীকে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসক এসএম মোস্তফা জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী চিকিৎসক এ সংক্রান্তে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।