ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo সুনামগঞ্জে ১ টি স্টিল নৌকাসহ ৩১টি ভারতীয় গরু আটক Logo পবায় রাতের আঁধারে কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ Logo ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি: এক শিক্ষক বরখাস্ত, অপরজনকে শোকজ Logo চীন থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া মানে বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া: কিশোর মাহবুবানি Logo অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণে চীনের কৌশল: সি চিন পিংয়ের প্রবন্ধে বিশ্লেষণ Logo চীনে আমদানি-রপ্তানিতে গতি, অর্থনীতিতে ইতিবাচক সংকেত Logo রিয়াদে চীন-সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের কৌশলগত সংলাপ Logo ১৭ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের পরদিন, রাষ্ট্র গঠন ও যুদ্ধবিধ্বস্ত জাতির পুনর্গঠনের প্রথম দিন Logo সুবিদাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা গ্রেফতার

মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতর নাম- তাফসিরুল ইসলাম (২৩)।

বুধবার দিবাগত রাতে তাকে ঝিনাইদহের মহেশপুর থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, তাফসিরুল স্থানীয় একটি কলেজের অনার্স ২য় বর্ষে শিক্ষার্থী। সে স্কুল জীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র শিবিরের বিভিন্ন পেইজের এডমিন হিসেবে কাজ করে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ আগস্ট জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী অসুস্থ হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। গত ১৪ আগস্ট চিকিৎসারত অবস্থায় রাত ৮. ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। সাঈদী চিকিৎসারত থাকাবস্থায় বিশেষজ্ঞ টীম আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করেন। এছাড়াও পরিবারও তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা যায়।
আল মঈন বলেন, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে কিছু মানুষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অপপ্রচার চালায়। এছাড়াও বিশেষজ্ঞ টীমের একজন সদস্য হিসেবে জামায়াত নেতা সাঈদীকে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসক এসএম মোস্তফা জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী চিকিৎসক এ সংক্রান্তে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

SBN

SBN

সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা গ্রেফতার

আপডেট সময় ০৫:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতর নাম- তাফসিরুল ইসলাম (২৩)।

বুধবার দিবাগত রাতে তাকে ঝিনাইদহের মহেশপুর থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, তাফসিরুল স্থানীয় একটি কলেজের অনার্স ২য় বর্ষে শিক্ষার্থী। সে স্কুল জীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র শিবিরের বিভিন্ন পেইজের এডমিন হিসেবে কাজ করে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ আগস্ট জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী অসুস্থ হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। গত ১৪ আগস্ট চিকিৎসারত অবস্থায় রাত ৮. ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। সাঈদী চিকিৎসারত থাকাবস্থায় বিশেষজ্ঞ টীম আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করেন। এছাড়াও পরিবারও তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা যায়।
আল মঈন বলেন, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে কিছু মানুষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অপপ্রচার চালায়। এছাড়াও বিশেষজ্ঞ টীমের একজন সদস্য হিসেবে জামায়াত নেতা সাঈদীকে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসক এসএম মোস্তফা জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী চিকিৎসক এ সংক্রান্তে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।