
মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
সাঘাটা উপজেলার চকদাতেয়ায় আবাদী জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, উপজেলার চকদাতেয়া উত্তর পাড়া গ্রামের এমদাদুল হক গং এর জমি থেকে দীর্ঘদিন ধরে জনৈক ইয়াকুব আলীর নির্দেশে ড্রেজার মালিক জোবায়েরসহ কয়েকজন মিলে বালু উত্তোলন করে আসছে। ঘটনার দিন গত শুক্রবার বালু তোলা বন্ধের জন্য এমদাদুল হক ও বড় ভাই মুনছুর রহমান নিষেধ করেন। তাদের বাধা উপক্ষো করে বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন অব্যাহত রাখে। উপায় না পেয়ে এমদাদুল হক ও তার বড় ভাই উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সাঘাটা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মনোঞ্জন বর্মনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার সাঘাটায় আবাদী জমি থেকে বালু উত্তোলনের অভিযোগ।
মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সাঘাটা উপজেলার চকদাতেয়ায় আবাদী জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, উপজেলার চকদাতেয়া উত্তর পাড়া গ্রামের এমদাদুল হক গং এর জমি থেকে দীর্ঘদিন ধরে জনৈক ইয়াকুব আলীর নির্দেশে ড্রেজার মালিক জোবায়েরসহ কয়েকজন মিলে বালু উত্তোলন করে আসছে। ঘটনার দিন গত শুক্রবার বালু তোলা বন্ধের জন্য এমদাদুল হক ও বড় ভাই মুনছুর রহমান নিষেধ করেন। তাদের বাধা উপক্ষো করে বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন অব্যাহত রাখে। উপায় না পেয়ে এমদাদুল হক ও তার বড় ভাই উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সাঘাটা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মনোঞ্জন বর্মনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























