ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সাতক্ষীরাতে তিনশত বছেরর ঐতিহ্য মনসা পূজা অনুষ্ঠিত ও গুঁড় পুকুর মেলা শুরু

সাতক্ষীরা প্রতিনিধি :

সর্প দেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হলো প্রাচীন লোকজ সংস্কৃতির উৎসব মনসা পূজা। তিন শ’ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা হয় শহরের এক শহরের প্রায় প্রাণ কেন্দ্রে পলাশপোল মনসা তলা পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। কিন্তু এবছর পূজা শুরুর দিন মেলা হচ্ছে না। মেলা শুরু হচ্ছে পূজার পরের দিন থেকে।

সোমবারব (১৮ই সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে গুঁড় পুকুর বটতলায় মন্ত্র জপ, হুলু ধ্বনি, ঢাক ঢোল ও শঙ্খ ধ্বনির মধ্যে পূজিত হলেন সর্প দেবী মা মনসা। আজ সকাল থেকে দিন ব্যাপী চলছে বট তলায় মনসা পূজা।

হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী ও পুরুষ সদস্যরা দুধ কলা ও অন্যান্য উপকরণ নিয়ে মনসা পূজা দিচ্ছেন। এ সময় পুরোহিতের মন্ত্র জপের সাথে সাথে বেজে ওঠে ঢাক ঢোল কাঁসর এবং সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ ও দেশ ও জাতির কল্যাণের জন্য প্রার্থনা করেন দেবীর নিকট।

এ ছাড়া পুজাকে ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মাস ব্যাপী চলবে” গুঁড় পুকুর মেলা “শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। মেলার আয়োজনের জন্য পার্কে চলছে নানা ধরনের সাজসজ্জা, দেশের ৬৪ জেলা থেকে আসা নানা রকমারি দোকান। এ সব দোকানে পাওয়া যাবে দেশি – বিদেশী নানা পন্য। এছাড়াও থাকছে নানা রকমের তৈজসপত্র।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইএসইউতে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

SBN

SBN

সাতক্ষীরাতে তিনশত বছেরর ঐতিহ্য মনসা পূজা অনুষ্ঠিত ও গুঁড় পুকুর মেলা শুরু

আপডেট সময় ০১:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরা প্রতিনিধি :

সর্প দেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হলো প্রাচীন লোকজ সংস্কৃতির উৎসব মনসা পূজা। তিন শ’ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা হয় শহরের এক শহরের প্রায় প্রাণ কেন্দ্রে পলাশপোল মনসা তলা পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। কিন্তু এবছর পূজা শুরুর দিন মেলা হচ্ছে না। মেলা শুরু হচ্ছে পূজার পরের দিন থেকে।

সোমবারব (১৮ই সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে গুঁড় পুকুর বটতলায় মন্ত্র জপ, হুলু ধ্বনি, ঢাক ঢোল ও শঙ্খ ধ্বনির মধ্যে পূজিত হলেন সর্প দেবী মা মনসা। আজ সকাল থেকে দিন ব্যাপী চলছে বট তলায় মনসা পূজা।

হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী ও পুরুষ সদস্যরা দুধ কলা ও অন্যান্য উপকরণ নিয়ে মনসা পূজা দিচ্ছেন। এ সময় পুরোহিতের মন্ত্র জপের সাথে সাথে বেজে ওঠে ঢাক ঢোল কাঁসর এবং সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ ও দেশ ও জাতির কল্যাণের জন্য প্রার্থনা করেন দেবীর নিকট।

এ ছাড়া পুজাকে ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মাস ব্যাপী চলবে” গুঁড় পুকুর মেলা “শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। মেলার আয়োজনের জন্য পার্কে চলছে নানা ধরনের সাজসজ্জা, দেশের ৬৪ জেলা থেকে আসা নানা রকমারি দোকান। এ সব দোকানে পাওয়া যাবে দেশি – বিদেশী নানা পন্য। এছাড়াও থাকছে নানা রকমের তৈজসপত্র।