ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সান্ত্বনা

সান্ত্বনা

  • মোর্শেদা চৌধুরী এ্যানি

এত দুঃখ এতই যন্ত্রণা চারিদিকে যেনো হাহাকার,
বুকের পাঁজরটা ভেঙ্গে ভেঙ্গে কতইনা ছারখার।
কারো নিকট প্রকাশ করা যায়না মনো প্রাণ খুলে,
প্রদীপ শিখা নিবু নিবু বেদনার নীল নোনা জলে!

যাঁকে দেখি প্রাণ খুলে বলি বন্ধু কি মোর হবে?
স্বার্থের জন্য বন্ধুরা সবাই যায় সবাই দূরে চলে।
পর কখনো আপন হয়না জানি সবই যেনো ভুল,
সর্প হয়ে দংশন করে নির্বংশ করে জাতির কুল।

কারো পৌষমাস কারো মাঘমাস কারো শত ছলনা,
কচুপাতার পানির মতো টলমল করে ভাগ্য ললনা।
কারো পকেট গরম বলে মজলুমের সাথে প্রবঞ্চনা,
নৈতিক শিক্ষায় শিক্ষিত যাঁরা তারাই দেয় সান্ত্বনা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সান্ত্বনা

আপডেট সময় ১২:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

সান্ত্বনা

  • মোর্শেদা চৌধুরী এ্যানি

এত দুঃখ এতই যন্ত্রণা চারিদিকে যেনো হাহাকার,
বুকের পাঁজরটা ভেঙ্গে ভেঙ্গে কতইনা ছারখার।
কারো নিকট প্রকাশ করা যায়না মনো প্রাণ খুলে,
প্রদীপ শিখা নিবু নিবু বেদনার নীল নোনা জলে!

যাঁকে দেখি প্রাণ খুলে বলি বন্ধু কি মোর হবে?
স্বার্থের জন্য বন্ধুরা সবাই যায় সবাই দূরে চলে।
পর কখনো আপন হয়না জানি সবই যেনো ভুল,
সর্প হয়ে দংশন করে নির্বংশ করে জাতির কুল।

কারো পৌষমাস কারো মাঘমাস কারো শত ছলনা,
কচুপাতার পানির মতো টলমল করে ভাগ্য ললনা।
কারো পকেট গরম বলে মজলুমের সাথে প্রবঞ্চনা,
নৈতিক শিক্ষায় শিক্ষিত যাঁরা তারাই দেয় সান্ত্বনা।