স্টাফ রিপোর্টার
সরকারী মিডিয়া তালিকাভূক্ত জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ঢাকাস্থ প্রধান কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক এবং অপরাধসূত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শফিউল আজম, দেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জুবায়ের হোসেন, পাক্ষিক দিক দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, সন্ধি কমিউনিকেশন এর সত্বাধিকারী আফরোজা শিরিন ও টপ নিউজ বিডি ডট নেট-এর সম্পাদক শাহানাজ শানু।
সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ ওসমান গনিসহ অপরাধ অনুসন্ধান পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে উক্ত ইফতার মাহফিল মূলত: আনন্দঘন এক মিলন মেলায় পরিনত হয়েছিল।
বিভিন্ন পত্রিকা থেকে আগত সম্মানিত সম্পাদক, প্রকাশকদের পদচারনা এবং আলাপ-আলোচনায় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান কার্যালয় মুখরিত এক সাংবাদিক মেলায় রূপ নিয়েছিলো। অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশকের নিজস্ব তত্বাবধানে হরেক রকম ফল-ফলাদি এবং রকমারি ইফতারি সামগ্রীর আয়োজন ছিল চোখে পড়ার মতো। সবশেষে ইফতার পূর্বমূহুর্তে দেশ, জাতি ও পত্রিকার উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অপরাধ অনুসন্ধান পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ জহিরুল ইসলাম সরকার।