মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারও দখল হয়ে যায় সাভারের বংশী নদীর পাড়। দখল হয়ে যাওয়ার ব্যাখ্যা দিতে ইউএনওকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ জুলাই তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২০ জুন) এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী ব্যারিস্টার বাকির হোসেন বলেন, বংশী নদীর পাড়ের জায়গা দখলমুক্ত করে সাভারের ইউএনওকে প্রতিবেদন দিতে বলেছিলেন হাইকোর্ট। কিন্তু তিনি প্রতিবেদন দাখিল করেননি। নদীর জায়গাও দখলমুক্ত করেননি। এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছিলাম। আদালত সেই আবেদনের শুনানি নিয়ে সাভারের ইউএনওকে তলব করেন।