
স্টাফ রিপোর্টার
কুমিল্লার বরুড়ায় সাহস ইনটেলেক্ট ডেভেলপমেন্ট স্কুলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।
শুক্রবার উপজেলার ঝলম ইউনিয়নের সিংগুর গ্রামে প্রতিষ্ঠিত সাহস স্কুল প্রাঙ্গনে এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় সাহস স্কুল আঙ্গিনা।
সকালে মেঘলা আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে অভিভাবক ও ছোট্ট সোনামণি শিক্ষার্থী পদচারণায় মুখর হয়ে ওঠে সাহস স্কুল আঙ্গিনা।
সাহস থিম সং পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহস স্কুলের উদ্যোক্তা, লেখক ও প্রকাশক নাজমুল হুদা রতন।
এবারের প্রতিষ্ঠা দিবসে ব্যাপক সংখ্যক মায়েরদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। উপস্থিত অভিভাবক মা ও বাবাদের জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উপস্থাপক ও সাহস স্কুলের উদ্যোক্তা লেখক, প্রকাশক নাজমুল হুদা রতন বলেন, আমরা সবাই মরণশীল। একটা সময় সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেজন্য আমরা এমন একটি সিসটেম গড়ে তোলার চেষ্টা করছি যাতে যেকোনো ব্যক্তির অবর্তমানেও সাহস স্কুল সঠিক ভাবে চলমান থাকতে পারে। আমরা নতুন নতুন অবকাঠামো গড়ে তুলছি। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছি। পাশাপাশি সংস্কৃতি চর্চার সাথে সাথে বেসিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। উপস্থিত সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অভিভাবক, শিক্ষক, ছাত্র ও স্কুল ম্যানেজমেন্ট, আমরা সবাই মিলে সাহস স্কুলকে বরুড়া উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আশা করি, অতীতের মত ভবিষ্যৎ দিনগুলোতেও সাহস স্কুলের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। সাহস স্কুল। শিক্ষার মজবুত ভিত গড়ে দেয়।