
স্টাফ রিপোর্টার
বুধবার (১০ জানুয়ারি ২০২৪) সাহস ইনটেলেক্ট ডেভেলপমেন্ট স্কুলের ২০২৪ সালের নতুন বছরের ক্লাস শুরু হয় বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে। মেঘ কুয়াশা আর শীতল আবহাওয়ায় স্কুল আঙ্গিনায় দিনের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহস এর প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবী, কলামিস্ট, লেখক ও রাজনৈতিক কর্মী নাজমুল হুদা রতন। শুরুতে কোরআন তেলাওয়াত করে সাহস স্কুলের ছাত্র আবু হামীম মাহী ও গীতা পাঠ করে সোহা চক্রবর্তী। এরপর সমবেত জাতীয় সংগীতের
মাধ্যমে আলোচনা শুরু হয়। আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহস এর প্রতিষ্ঠাতা নাজমুল হুদা রতন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন – সাহস স্কুল দীর্ঘ ১৭ বছর এলাকায় শিক্ষা, সমাজ ও সাংস্কৃতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দিনে দিনে সাহস স্কুল অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এর পর বক্তব্য রাখেন সাহস স্কুলের প্রধান শিক্ষক শাহানাজ আক্তার চাঁপা, সাহস এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা ও সহকারী শিক্ষক শাহনাজ আক্তার। বক্তারা উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন। আমরা সাধারণত জানুয়ারীর প্রথম দিকেই ক্লাস শুরু করি। এবার নির্বাচন থাকায় আমরা দিনটা একটু পিছিয়ে নিয়েছি। বক্তারা স্কুলের নিয়মকানুন, সময়সূচি, স্কুল ইউনিফর্ম, পরিস্কার-পরিচ্ছন্নতা, যাতায়াত, বিষয় সহ নানান গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এ সময়ের মধ্যে মঞ্চে স্কুলের সকল শিক্ষকদের নাম পরিচয় ও কোন ক্লাসের দায়ীত্বে আছেন সে বিষয়ে অভিভাবকদের জনানো হয়। উপস্থিত সকল নতুন ছাত্রছাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকমন্ডলীরা। শিশুদের এই উৎসব মুখর সময় কে অনন্য আয়োজন বলে আখ্যায়িত করে একজন নতুন অভিভাবক সুমন মজুমদার বলেন আমার সন্তান আবদুল্লাহ মজুমদারকে প্লে ক্লাসে ভর্তি করালাম। এখানে যে এত সুন্দর একটি স্কুল প্রতিষ্ঠা লাভ করেছে সেটি আমি না দেখলে বুঝতে পারতাম না। তিনি তার বক্তব্যে বর্ণ ও শব্দের উচ্চারণ কে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন – ছাত্রছাত্রীদের উচ্চারণ সঠিক শেখানোর পাশাপাশি শিষ্টাচার, ব্যবহার আচার ও ভালো করে শেখাতে হবে। তাহলে ছোট থেকেই শিশুরা সঠিকভাবে বেড়ে উঠবে।
ফটোশেসন শেষে ছাত্রছাত্রীরা নিজ নিজ ক্লাসে প্রবেশ করে। এভাবেই একটি দিনের সুন্দর আয়োজন আনন্দঘন পরিবেশের মধ্য শেষ হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহস স্কুলের সহকারী শিক্ষক সুমিত্রা রানী দাস।
মুক্তির লড়াই ডেস্ক : 



























