
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা হল রুমে ৩৫৯ গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর গৃহের দলিল হস্তান্তর করা হয়।
বুধবার সকাল ৯ টায় উপজেলা হল রুমে ৩৫৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর গৃহের দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া।
বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামিমা হক রোজী, ২নং ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূঁমি অফিসার আল ইমরান, সিংড়া দলিল লেখক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন।
দ্বিতীয় অধ্যায়ে মোনাজাত পরিলানা করেন উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।
তৃতীয় অধ্যায়ে প্রধানমন্ত্রীর জমি ও গৃহের দলিল হস্তান্তরে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।