শুক্রবার ১৭ মার্চ সিদ্ধিরগঞ্জ মধুগড় এলাকায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জম্ম বার্ষিকী উপলক্ষে আঁধারে আলো সংগঠনের প্রতিবন্ধীদের নিয়ে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী শেখ মো শিবলু তিনি বলেন প্রতিবন্ধীরাও আমাদের মতোই মানুষ তাই তাদের কে অবজ্ঞা না করে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসি আশা করি আমাদের সমাজটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার চোখ নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান, দৈনিক ইয়াদ বার্তা সম্পাদক নাসরিন আক্তার, আঁধারে আলো সংগঠনের সহ সভাপতি মাসুদ চৌধুরী, জাকির হোসেন রানা, আঁধারে আলো সংগঠনের সাধারণ সম্পাদক শাহ উল্লাহ প্রমূখ। আঁধারে আলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও মাষ্টার এস এম সেলিম মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ জান্নাতুল ফেরদৌস, শিক্ষিকা সুমাইয়া জান্নাত, নাসরিন আক্তার লাকি, তানজিনা আক্তর, সোনিয়া আক্তার সহ আরো অনেকে।