
এরশাদুল হক, ভ্রাম্যমাণ প্রতিনিধি
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান মহিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, সুনামগঞ্জ জেলা সদর মডেল থানাধীন তৈষারপাড় এলাকার জৈনিক শিক্ষার্থী স্কুলে যাওয়া আসার সময় মাহিম প্রায় সময় কু-প্রস্তাব দিত এবং ভিকটিমকে বসতবাড়ি সামনে একা পেলেই উঠিয়ে নিয়ে যাবে বলে হুমকি দিত।
গত ১৬ অক্টোব আনুমানিক রাতে ভিকটিম প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘর থেকে বের হলে মাহিম ও তার এক সহযোগী সহ ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেল উঠিয়ে অসৎ উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর এলাকায় আরেক সহযোগীর বাড়িতে নিয়ে ভিকটিমকে একাধিক বার ধর্ষণ করা হয়।
পরবর্তীতে ১৮ অক্টোবর রাতে মাহিম ও তার বন্ধুর সহায়তায় বাদেরটেক এলাকায় ভিকটিমকে খালার বাড়িতে দিয়ে যায়। এই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে সুনামগঞ্জ জেলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে গোপন সংবাদ ভিত্তিতে র্যাব-৯ সিপিসি -৩ সুনামগঞ্জ একটি দল রাতে সুনামগঞ্জ জেলা গঙ্গারচর এলাকায় ১ নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মহিম উদ্দিন সুনামগঞ্জ জেলার সদর থানার সুরমা এলাকার তৈষারপাড় গ্রামের মৃত আরব আলীর ছেলে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























