সুনামগঞ্জ প্রতিনিধি
মুক্তিযুদ্ধের স্বপক্ষের বহুল প্রচলিত পত্রিকা
দৈনিক মুক্তির লড়াই পত্রিকা ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কালিপুরস্থ কার্যালয়ে পালিত হয়েছে।
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষীকি শুভ সূচনা করেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এম তাজুল ইসলাম তারেক।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইন সহায়তা ফাঊন্ডেশন (আসফ) সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ আলী, ভোরের পাতা পত্রিকা জেলা প্রতিনিধি সামিয়ান তাজুল, আনন্দ টিভি জেলা প্রতিনিধি মোঃ এমরান হোসেন, আইবার্তা জেলা প্রতিনিধি নোমান হাসান খান, মুক্তির লড়াই সুনামগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি ফাহিম আহমদ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন আব্দুর রঊফ, মামুন ঊর রশীদ, সাঈদ আনোয়ার বাপ্পী, আবু সিদ্দীক প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের ‘মুক্তির লড়াই’ পত্রিকাটি উত্তোরত্তর সাফল্য কামনা করে এবং এই পত্রিকার মাধ্যামে সমাজের অন্যায়, আবিচার বিরুদ্ধে এবং শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কলমের লেখা তুলে ধরবে এই প্রত্যাশায় ব্যাক্ত করেন।