
এম. তাজুল ইসলাম তারেক, সুনামগঞ্জ প্রতিনিধি: যক্ষা একটি বায়ুবাহিত রোগ। একজনের দেহ থেকে অন্যজনে ছড়ায়। এই রোগ প্রতিরোধ নিয়ে কাজ করছে জাতীয় যক্ষা রোগ নিরোধ সমিতি নাটাব। নাটাব সারাদেশে যক্ষা রোগ প্রতিরোধ নিয়ে কাজ করে করছ। যক্ষা রোগ শনাক্ত করনে জনসাধারণকে সচেতন করার লক্ষে নাটাব’র কার্যক্রম দেশজুড়ে চলছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জে নাটাব স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। রবিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরী) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নাটাব’র সভাপতি শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শোকদেব সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. অত্যনু ভট্রাচার্য। নাটাব’র সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্যর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক সোলেমান মিয়া, শাহাব উদ্দিন, তসাদ্দুক রেজা ইমন প্রমুখ।