
এম তাজুল ইসলাম তারেক, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার বেরাজালী (ইসলামগঞ্জ) এলাকায় ব্র্যাক মাইক্রোফিন্যান্স (দাবি) কর্মসূচির নতুন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল হাসান উপজেলা সমাজসেবা অফিসার (সুনামগঞ্জ সদর)। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন বিডিসি – এ কে আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ দোলহান হোসেন চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোঃ ইউসুফ আলী, আরএএম লিটন কুমার সাহা, সিনিয়র অফিসার (এইচআরডি) বায়েজিদ কবীর চৌধুরী, এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ মামুনুর রহমান, এরিয়া ম্যানেজার (প্রগতি) মোঃ ওয়াহিদুর রহমান তারেক, ইউএএম এলখাস উদ্দীন আহমেদ এবং বিএম সহ সহকর্মীগণ।
উপজেলা সমাজসেবা অফিসার বলেন- প্রান্তিক পর্যায়ে মানুষের দোরগোড়ায় ব্র্যাকের সেবা নিশ্চিত কল্পে নতুন অফিস উদ্বোধন নিঃসন্দেহে প্রশংসনীয়।