
জান্নাত ইসলাম তাইফা, মাল্টিমিডিয়া রিপোর্টার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের মল্লিকপুরে সড়ক মেরামত ও অবৈধ ভাবে গাড়ি পার্কিং নিষিদ্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা শহিদুল ইসলাম পলাশী সভাপতি ইসলামী আন্দোলন, আব্দুল জাহান সাধারণ সম্পাদক জেলা ট্রাক ইউনিয়ন।
উপস্থিত ছিলেন, দুর্গাপূজা কমিটি সাধারণ সম্পাদক, মাদ্রাসার ও আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক ও মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবক।
বক্তারা বলেন, মল্লিকপুরের পূর্ব ও পশ্চিম সাইডের মেইন রোডে অবৈধ গাড়ি পার্কিং নিষিদ্ধ করতে হবে।
সড়কের উপরে ওয়ার্কশপ এর গাড়ি মেরামত ও রাখা নিষিদ্ধ করতে হবে।
রাস্তার বড় বড় গর্তের কারণে দুর্ঘটনা হচ্ছে তা মেরামত করতে হবে।
রাস্তায় জমে থাকা কাদা ও ময়না এবং ড্রেন পরিষ্কার রাখতে পারে।