ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ১৯২ বোতল বিদেশী মদ উদ্ধার

এরশাদুল হক, ভ্রাম্যমান প্রতিনিধি।

সুনামগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ১৯২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর ২০২৫) সকালে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার সৈয়দপুর স্কুল পয়েন্ট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব জানতে পারে, সৈয়দপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় পুকুরপাড়ে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ৪-৫ জন ব্যক্তি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পুকুরপাড়ে ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১৯২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পলাতক এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়—তার নাম মো. আনোয়ার মিয়া (৩৮), পিতা মৃত আব্দুল হাসিম, গ্রাম সৈয়দপুর পূর্বপাড়া, থানাঃ সুনামগঞ্জ সদর।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদ ও সংশ্লিষ্ট আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আনোয়ার মিয়াসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ১৯২ বোতল বিদেশী মদ উদ্ধার

আপডেট সময় ১১:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

এরশাদুল হক, ভ্রাম্যমান প্রতিনিধি।

সুনামগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ১৯২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর ২০২৫) সকালে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার সৈয়দপুর স্কুল পয়েন্ট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব জানতে পারে, সৈয়দপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় পুকুরপাড়ে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ৪-৫ জন ব্যক্তি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পুকুরপাড়ে ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১৯২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পলাতক এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়—তার নাম মো. আনোয়ার মিয়া (৩৮), পিতা মৃত আব্দুল হাসিম, গ্রাম সৈয়দপুর পূর্বপাড়া, থানাঃ সুনামগঞ্জ সদর।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদ ও সংশ্লিষ্ট আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আনোয়ার মিয়াসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।