
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ছোট ছেলে মেয়েদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় উভয় পক্ষে অন্তত ৮জন আহত হয়েছেন।
সংঘর্ষে জাহানারা খাতুনের পক্ষে মুসলিম উদ্দিনের পুত্র সুমন মিয়া, সামছু উদ্দিনের পুত্র রফিক মিয়া, হাসান আলীর পুত্র জয়নাল মিয়া এবং ছকর উদ্দিন আহত হয়েছেন। রুহুল আমিনের পক্ষে আহত হয়েছেন নুরজ আলীর পুত্র আলমগীর, আলী হোসেন, আল আমিন, এবং রঙ্গু মিয়ার পুত্র ইরন মিয়া।
জানা গেছে, ৫ এপ্রিল বিকাল অনুমান ৩.০০ ঘটিকায় জাহাঙ্গীর নগর ইউনিয়নের বাঘমারা গ্রামের সরকারী রাস্তায় ঘটেছে। ঘটনাটি গ্রামের জয়নাল মিয়া ও রুহুল আমিন গংদের মধ্যে ঘটেছে।
সংঘর্ষের এই ঘটনায় জয়নাল মিয়ার স্ত্রী জাহানারা খাতুন বাদী হয়ে রুহুল আমিন কে ১নং বিবাদী করে ২২ জনের নামে মামলা করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় উভয় পক্ষের মামলাই থানায় রেকর্ড ভুক্ত হয়েছে। থানা পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা করছে।
মামলার বিবরনে জানা গেছে, রুহুল আমিন তার মামলার এজাহারে উল্লেখ করেছেন জাহানারার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে বিচার বৈঠক থেকে যাওয়ার পথে হামলা করেন। আর জাহানারা তার মামলার এজহারে উল্লেখ করেন ছোট ছোট ছেলেদের খেলাকে কেন্দ্র করে প্রতি পক্ষের লোকজন হামলা চালায়।