সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ—২ (দিরাই -শাল্লা) আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রয়াত জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাের নিকট বাংলাদেশ পুলিশ মহা-পরির্দশক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর ছোট ভাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) নিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) পরাজিত হয়েছেন।
নির্বাচন শেষে রাতে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে ড. জয়া সেনগুপ্তাকে। এই আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি। বেসরকারি ফলাফলে (কেঞ্চি প্রতীক) নিয়ে জয়া সেনগুপ্তা প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৭৭৫ পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বাংলাদেশ পুলিশ মহা-পরির্দশক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর ছোট ভাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) প্রাপ্ত ভোট পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ টি।
তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। কেন্দ্র গুলো হলো— দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নোয়াগাঁও ও বাউসি এবং রফিনগর ইউনিয়নের মির্জাপুর।