
মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
এজাহার সুত্রে জানা যায় যে, মনিরুল ইসলামের ইজিবাইক অজ্ঞাতনামা একদল মলমপার্টি ভাড়া করে যাত্রা পথে ভুক্তভোগী কে পান খিলিয়ে অজ্ঞান করে পথের ধারে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ী এলাকা থেকে ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলেন সদরের মালিবাড়ী (বর্মতট)গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে লুৎফর রহমান (৪৮), সদরের জাগড়িভীটা গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে মুর্শিদ মিয়া(৩৫), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার গ্রামের হযরত আলীর ছেলে নাজমুল (২০)। পরে এজাহার নামীয় পলাতক প্রধান আসামি সুন্দরগঞ্জ উপজেলার খামার ধুবনী গ্রামের আবুবক্করের ছেলে সুরুজ্জামান(৩০)গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয় এবং তাকে অধিকতর জিজ্ঞেসাবাদের জন্য ২ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার একটি চৌকস টিম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের কুমেতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সুমন মিয়া(২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং তার কাছে থেকে তিন চাকা বিশিষ্ট ইজিবাইকটি উদ্ধার করে।