
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
দেশে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এমন সিদ্ধান্ত দেশের মাঠপর্যায়ে বাস্তবায়নে সারা দেশেই নার্সারিগুলোতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। তারই ধারাবাহিতায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চারা উৎপাদনকারী নার্সারিতে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৯ জুলাই বুধবার সুবর্ণচর উপজেলার আটটি নার্সারিতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা কেটে ধ্বংস করা হয়েছে। এবং ০৮টি নার্সারীকে ২০০৫৯২ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আরও ০৮টি নার্সারী ১১৩৪০৮ টাকা পাবে।
উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চারা কেটে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ।