
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর কার্যালয়ের আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
খরিফ-২ মৌসুমে উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আমন ধান উৎপাদন বৃদ্ধি প্রণোদনা কর্মসূচির আওতায় এবং ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আল আমিন সরকার এর সভাপতিত্বে উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় মঙ্গলবার সকালে সুবর্ণচর উপজেলা কৃষি অফিস কার্যালয় এ বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রণোদনা বিজেশ্বর বিষয়ে মূল প্রবন্ধ তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন জাবেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো ফখরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো ফয়েজুর রহমান প্রমুখ।
এই প্রণোদনায় আট ইউনিয়নে ৭ হাজার ৪শ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এতে কৃষকেরা ১০কেজি এমওপি ১০কেজি ড্যাপ ও ১০ কেজি করে আমন ধানের বীজ পেয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























