
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ।
বুধবার (৭ই ফেব্রুয়ারি) উপজেলার ৫ নং চর জুবলি ইউনিয়নের চর মহিউদ্দিন থেকে এই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম লিমা আক্তার (১৮) সেই সুবর্ণচর উপজেলার চর মহি উদ্দিন গ্রামের দিনমজুর মোঃ রাজন এর স্ত্রী এবং একে ইউনিয়নের মোহাম্মদ হক সাহেবের মেয়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটাতে পারে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লিমা আক্তারের স্বামী জীবিকার তাড়নায় চট্টগ্রামে ইট ভাটায় কাজ করে, কিন্তু লিমা আক্তার বাবার বাড়িতে থাকেন। দুপুরে খাওয়া দাওয়ার পর মোবাইল ফোনে তার স্বামীর সাথে কথা বলার পর পরিবারের সকলের অগোছরে ঘরের স্বয়ং কক্ষে বিষ পান করে লিমা আক্তার।কিছুক্ষণ পর তার মা দেখে প্রাথমিকভাবে তাকে এক পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় লিমা আক্তার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ কররে পথে তার মৃত্যু হয়।
চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় চর জব্বর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে, ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।