ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা নিজস্ব অর্থায়নের বলদী গ্রামের বেহাল রাস্তা গুলো পূর্ণ সংস্কারের কাজ শুরু করেন Logo সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া জসিম উদ্দিনকে সংবর্ধনা Logo মুরাদনগরে খামারগ্রাম প্রবাসী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল Logo বুড়িচং বাকশীমূল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা Logo সিলেট জেলা যুবদলের নেতা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ Logo ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি Logo বরুড়ার দলুয়া তুলাগাও দাখিল মাদ্রাসার ৫৪ তম বার্ষিক বড় খতম ও দোয়া অনুষ্ঠিত Logo ফুলবাড়ীতে কানাহার ডাঙ্গা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সুষ্ঠু নেতৃত্বে গ্রামীণ পুনরুত্থানের পথে এগিয়ে যাবে

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১২:২২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ১৯ বার পড়া হয়েছে

সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ফুচিয়ান প্রদেশ পরিদর্শন করেছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেছেন, ফুচিয়ানের উচিত সার্বিকভাবে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস এবং সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অনুসরণ করা; সার্বিকভাবে নতুন উন্নয়নের ধারণা বাস্তবায়ন করা; অব্যাহতভাবে আরও দ্রুতগতিতে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণে বিরাট অগ্রগতি অর্জন করা; নতুন উন্নয়নের কাঠামোতে সেবার খাতে আরও কাজ করা; তাইওয়ান প্রণালীর দু’পারের সমন্বিত উন্নয়নের নতুন পথ অনুসন্ধানে আরও এগিয়ে যাওয়া; উচ্চ গুণগতমানের জীবন নিশ্চিত করা; সংস্কার আরও সার্বিকভাবে গভীরতর করা; সার্বিকভাবে উচ্চ মানের উন্নয়ন এগিয়ে নেওয়া এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়া।

১৫ ও ১৬ অক্টোবর, সি চিন পিং ফুচিয়ানের চাং চৌ, সিয়া মেন-সহ একাধিক শহর ও অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি গ্রাম, মুক্ত বাণিজ্য পাইলট জোন-সহ একাধিক অঞ্চলের খোঁজ-খবর নিয়েছেন।

১৫ অক্টোবর বিকালে, সি চিন পিং চাং চৌ শহরের তং সান কাউন্টিতে গিয়ে পরিদর্শন করেন। তিনি পায়ে হেঁটে আও চিয়াও ওয়ানে গিয়ে সাগরের পরিবেশ ও গ্রামের নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি জানতে পেরেছেন যে, এখানে সামুদ্রিক পণ্য বিক্রি অনেক ভালো, গ্রামবাসীদের আয় অব্যাহতভাবে বাড়ছে। তিনি অনেক খুশি।

তিনি গ্রামবাসী ও জেলেদেরকে বলেছেন, আপনাদের গ্রামে ২৩ বছর আগে আমি এসেছিলাম। এখনও সেই স্মৃতি আমার মনে আছে।

এবারে তিনি গ্রামটিতে এসে দেখেন অনেক পরিবর্তন হয়েছে। তিনি অনেক খুশি। নতুন যুগ ও নতুন যাত্রায় গ্রামটির ভবিষ্যৎ অবশ্যই আরও উজ্জ্বল হবে, কৃষকদের জীবনযাপন অবশ্যই আরও সুখের হবে। তিনি জানান, গ্রাম পর্যায়ের পার্টি কমিটির উচিত গ্রামবাসীদেরকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গ্রামীণ পুনরুত্থানের পথে এগিয়ে যাওয়া।

সি চিন পিং বলেন, ‘আন্তরিকভাবে কামনা করি, আপনাদের জীবন দিন দিন উন্নত হোক!’

গ্রামবাসীরা বলেন, ‘ধন্যবাদ! সাধারণ সম্পাদক। ভবিষ্যতে আবারো আসবেন! ’

এরপর তিনি কু ওয়েন ছাং স্মরণ হল পরিদর্শন করেন। এতে তিনি জানান, একজন ক্যাডারের কর্মকাণ্ড মূল্যায়ন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তাঁর প্রতি জনগণের মন্তব্য। বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ক্যাডারের উচিত কমরেড কু ওয়েন ছাংকে অনুসরণ করে গণকল্যাণ বৃদ্ধির জন্য কাজ করা।

১৬ অক্টোবর সকালে, সি চিন পিং চীনের মুক্ত বাণিজ্য পাইলট জোনের সিয়ামেন অংশ পরিদর্শন করেন। তিনি জানান, ৪০ বছরেরও বেশি সময় উন্নয়নের পর সিয়ামেন বিশেষ অর্থনৈতিক জোনের অসাধারণ পরিবর্তন ঘটেছে। ফুচিয়ান ও সিয়ামেনের উচিত পরিস্থিতি উন্নয়নের সাথে সমন্বিত করে, আন্তর্জাতিক উচ্চ মানের চাহিদা পূরণ করা এবং উচ্চ মানের উন্মুক্তকরণ সম্প্রসারণ কাজে নতুন সাফল্য অর্জন করা।

১৬ অক্টোবর বিকালে, সি চিন পিং সিয়ামেনে ফু চিয়ান প্রাদেশিক পার্টি কমিটি এবং প্রাদেশিক সরকারের কর্ম প্রতিবেদন শোনেন। তিনি ফুচিয়ানের নানা খাতের কাজকর্মের সাফল্যের ইতিবাচাক মূল্যায়ন করেন এবং পরবর্তী কাজকর্মের দিক-নির্দেশনা দেন।

সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

SBN

SBN

সুষ্ঠু নেতৃত্বে গ্রামীণ পুনরুত্থানের পথে এগিয়ে যাবে

আপডেট সময় ১২:২২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ফুচিয়ান প্রদেশ পরিদর্শন করেছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেছেন, ফুচিয়ানের উচিত সার্বিকভাবে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস এবং সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অনুসরণ করা; সার্বিকভাবে নতুন উন্নয়নের ধারণা বাস্তবায়ন করা; অব্যাহতভাবে আরও দ্রুতগতিতে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণে বিরাট অগ্রগতি অর্জন করা; নতুন উন্নয়নের কাঠামোতে সেবার খাতে আরও কাজ করা; তাইওয়ান প্রণালীর দু’পারের সমন্বিত উন্নয়নের নতুন পথ অনুসন্ধানে আরও এগিয়ে যাওয়া; উচ্চ গুণগতমানের জীবন নিশ্চিত করা; সংস্কার আরও সার্বিকভাবে গভীরতর করা; সার্বিকভাবে উচ্চ মানের উন্নয়ন এগিয়ে নেওয়া এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়া।

১৫ ও ১৬ অক্টোবর, সি চিন পিং ফুচিয়ানের চাং চৌ, সিয়া মেন-সহ একাধিক শহর ও অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি গ্রাম, মুক্ত বাণিজ্য পাইলট জোন-সহ একাধিক অঞ্চলের খোঁজ-খবর নিয়েছেন।

১৫ অক্টোবর বিকালে, সি চিন পিং চাং চৌ শহরের তং সান কাউন্টিতে গিয়ে পরিদর্শন করেন। তিনি পায়ে হেঁটে আও চিয়াও ওয়ানে গিয়ে সাগরের পরিবেশ ও গ্রামের নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি জানতে পেরেছেন যে, এখানে সামুদ্রিক পণ্য বিক্রি অনেক ভালো, গ্রামবাসীদের আয় অব্যাহতভাবে বাড়ছে। তিনি অনেক খুশি।

তিনি গ্রামবাসী ও জেলেদেরকে বলেছেন, আপনাদের গ্রামে ২৩ বছর আগে আমি এসেছিলাম। এখনও সেই স্মৃতি আমার মনে আছে।

এবারে তিনি গ্রামটিতে এসে দেখেন অনেক পরিবর্তন হয়েছে। তিনি অনেক খুশি। নতুন যুগ ও নতুন যাত্রায় গ্রামটির ভবিষ্যৎ অবশ্যই আরও উজ্জ্বল হবে, কৃষকদের জীবনযাপন অবশ্যই আরও সুখের হবে। তিনি জানান, গ্রাম পর্যায়ের পার্টি কমিটির উচিত গ্রামবাসীদেরকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গ্রামীণ পুনরুত্থানের পথে এগিয়ে যাওয়া।

সি চিন পিং বলেন, ‘আন্তরিকভাবে কামনা করি, আপনাদের জীবন দিন দিন উন্নত হোক!’

গ্রামবাসীরা বলেন, ‘ধন্যবাদ! সাধারণ সম্পাদক। ভবিষ্যতে আবারো আসবেন! ’

এরপর তিনি কু ওয়েন ছাং স্মরণ হল পরিদর্শন করেন। এতে তিনি জানান, একজন ক্যাডারের কর্মকাণ্ড মূল্যায়ন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তাঁর প্রতি জনগণের মন্তব্য। বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ক্যাডারের উচিত কমরেড কু ওয়েন ছাংকে অনুসরণ করে গণকল্যাণ বৃদ্ধির জন্য কাজ করা।

১৬ অক্টোবর সকালে, সি চিন পিং চীনের মুক্ত বাণিজ্য পাইলট জোনের সিয়ামেন অংশ পরিদর্শন করেন। তিনি জানান, ৪০ বছরেরও বেশি সময় উন্নয়নের পর সিয়ামেন বিশেষ অর্থনৈতিক জোনের অসাধারণ পরিবর্তন ঘটেছে। ফুচিয়ান ও সিয়ামেনের উচিত পরিস্থিতি উন্নয়নের সাথে সমন্বিত করে, আন্তর্জাতিক উচ্চ মানের চাহিদা পূরণ করা এবং উচ্চ মানের উন্মুক্তকরণ সম্প্রসারণ কাজে নতুন সাফল্য অর্জন করা।

১৬ অক্টোবর বিকালে, সি চিন পিং সিয়ামেনে ফু চিয়ান প্রাদেশিক পার্টি কমিটি এবং প্রাদেশিক সরকারের কর্ম প্রতিবেদন শোনেন। তিনি ফুচিয়ানের নানা খাতের কাজকর্মের সাফল্যের ইতিবাচাক মূল্যায়ন করেন এবং পরবর্তী কাজকর্মের দিক-নির্দেশনা দেন।

সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।