
সেলফি
সুস্মিতা
না…না, অ্যাঙ্গেলটা কিছুতেই ঠিক হচ্ছে না …কোনভাবেই না। কি মুশকিল। তাছাড়া একটা দারুণ জোরালো শোকবিহ্বল ক্যাপশনের সঙ্গে পোষাক আর মেকআপটাও ম্যাচ করা দরকার। চুলটা আর একটু এলোমেলো করে নেওয়া যাক…
ওহ্ ক্যামেরার অ্যাঙ্গেলটা কিছুতেই…
স্বামীকে তো এদিক-ওদিক কিছুই করা যাচ্ছে না । তিনি চিরনিদ্রায় শায়িত।
অতএব কি আর করা যায় …স্ত্রীকেই কিছুটা হেলে স্বামীর পাশে শুয়ে যুতসই একটা পোজ দিতে হচ্ছে …
শবযাত্রার আগে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট না করলে…।