
মো: সোহেল আমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় অস্ত্র পাচারের সময় একজনকে গ্রেফতার করেছে ৫৯ ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা। বৃহস্পতিবার (২৪ আগাষ্ট) রাতে ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকা বিজিবির টহল ও অভিযানের চলমান সময়ে ব্যাটারীচালিত ভ্যানে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ প্রান্ত পাবনা জেলার ফরিদপুর বোনাইনগর এলাকার মিলনের আলীর ছেলে।
শুক্রবার (২৫ আগাষ্ট) সকাল সাড়ে ১০ টায় সোনামসজিদ ভিওপির কাম্পে আয়োজিত সংবাদ সম্মিলনে জানান, ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, গত ২৪ আগাস্ট রাত আনুমানিক নয়টার পরে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এপ্রেক্ষিতে আমার নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের একটি বিশেষ টহল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকায় গাজীমুলের আমবাগানে অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে রাত আটটার দিকে চারজন লোক ব্যাটারীচালিত ভ্যানযোগে সোনামসজিদ হতে কানসার্ট যাওয়ার পথে বিজিবি টহল দল ভ্যানের গতি রোধ করে তল্লাশী করে অভিনব কৌশলে লুকানো অস্ত্রটিসহ উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
 
																			 মুক্তির লড়াই ডেস্ক :
																মুক্তির লড়াই ডেস্ক :								 


























