স্টাফ রিপোর্টার
সোনারগাঁয়ের লোক ও কারু শিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে সিদ্ধিরগঞ্জের ইংরেজি ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠান আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষাসফর। শনিবার সকালে স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক এই জাদুঘর প্রাঙ্গণ।
এসময় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে ২০১৮ সালের কোটা সংস্কার রিটকারীদের নেতা, কোটা সংস্কারের পক্ষে শতাধিক রিপোর্ট করে দেশব্যাপি আলোচিত সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যই একমাত্র বিকল্প। তিনি বলেন, কারো অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি জুলাই বিপ্লব ঘোষণাপত্রে ও পাঠ্যপুস্তকে কোটা সংস্কার আন্দোলন ও রিটের কথা থাকতে হবে বলে উল্লেখ করেন।
র্যাফেল ড্র ও শিক্ষাসফরের ভেন্যু সম্পর্কিত সাধারণ জ্ঞানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় স্কুলটির সভাপতি, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান ভুইয়া সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন স্কুলের অভিভাবক সদস্য প্রকৌশলী জহিরুল ইসলাম, উপদেষ্টা সাইদুল হক খান। সঞ্চালনা করেন স্কুলের শিফট ইনচার্জ শাম্মী আক্তার ও সাকিনা আক্তার।
উল্লেখ্য, এই শিক্ষা সফরে শিশুশিক্ষার্থীদের থেকে কোনো টাকা নেয়নি স্কুল কতৃপক্ষ।