
ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়ার নতুন একটি রাস্তা পরিদর্শন করেছেন স্হানীয় সংসদ সদস্য এ জেড এম শফিউদ্দিন শামীম।
১৪ জুন ২৪ ইং শুক্রবার দুপুরে এই রাস্তা টি পরিদর্শন শেষে নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর নিকট নিজস্ব তহবিল থেকে ১ লক্ষ টাকা নগদ দেন পানি নিস্বকাশনের জন্য।
জনগনের উদ্যেগে নিজস্ব অর্থায়নে জয়নগর থেকে দেওড়া পর্যন্ত রাস্তা টি করেন গত সাপ্তাহে দুই গ্রামের জনগন মিলে। দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সংবাদটি প্রকাশিত হলে সোস্যাল মিডিয়ায় রাস্তার খবরটি পান স্হানীয় সংসদ সদস্য। ঐ সময় অসুস্থ থাকায় দেশের বাহিরে চিকিৎসারত ছিলেন তিনি। দেশে এসেই এই রাস্তাটির খোঁজখবর নিতে ঐখানে ছুটে যান তিনি।।
আধুনিক বরুড়া গঠনে সকলের সহোযোগিতা চান এমপি। তার ব্যাক্তিগত অর্থায়নে অনেক কাজ হচ্ছে বরুড়া উপজেলায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম চৌধুরী, সাবেক বরুড়া পৌর মেয়র বাহাদুরুজ্জামান, এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব তোফায়েল হোসেন প্রমুখ।
মুক্তির লড়াই ডেস্ক : 

























