
মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: রাঙামাটি পার্বত্য জেলার কৃতি সন্তান দেশের গন্ডি ফেরিয়ে বিদেশের মাটিতে নিজের দেশকে উজ্জ্বল করার প্রচেষ্টায় কাজ করছেন। বলছি এমন ই একজন ব্যাক্তির কথা যার নাম মোহাম্মদ সাদী বর্তমানে সহকারী ব্যবস্থাপক হিসেবে ২ বছর যাবত কর্মরত আছেন আল জাদীদ এক্সসেন্জ, ওমান এর মাবেলা ব্রাঞ্চ এ। পূর্বে তিনি অনেক বছর যাবত উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় সফলতার সাথে কাজ করে এসেছেন। তার এই সফলতার ধারাবাহিকতায় উক্ত প্রতিষ্ঠান তাহাকে Special Performance Award 2022 প্রদান করেছেন। উক্ত প্রতিষ্ঠান টি বিভিন্ন দেশে রেমিট্যান্স পাঠাতে কাজ করে থাকে। উক্ত এওয়ার্ড বিতরন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, জি.এম সহ প্রতিষ্ঠানের আরো অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।