ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo টিসিবির কার্ডে চাকরিজীবীর ও দিনমজুর Logo নোয়াখালীতে পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন Logo মানিক খালীতে রেলওয়ে ট্রেনের সময়সূচি ও টিকেট সংখ্যা Logo নেত্রকোণায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ Logo কোস্ট গার্ড ও মাদক পাচারকারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত-১, আটক-১৬ Logo মানিক খালী বাজার পরিচালনা কমিটির শপথ গ্রহণ Logo অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এর বিরুদ্ধে মানব পাচার ও প্রতারণার অভিযোগ Logo ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈর শাসকের পতন হয়েছে- ড. আব্দুল মঈন খান

স্বচ্ছ জল এবং সবুজ পাহাড়গুলো অমূল্য সম্পদ: প্রেসিডেন্ট সি

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৭:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

১২ই সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত বুধবার বিকেলে কানসু প্রদেশের লানচৌ শহর পরিদর্শন করেছেন। তিনি আননিং অঞ্চলের চাওলিন পশ্চিম কমিউনিটি এবং হোয়াং হো’র লানচৌ জুংশানছিয়াও অঞ্চলে পরিদর্শন করেন। তিনি স্থানীয় সম্প্রদায়ের সুবিধা এবং কল্যাণমুলক পরিষেবাগুলোকে উন্নত করা এবং সামাজিক নিরাপত্তার ব্যাপক ব্যবস্থাপনাকে শক্তিশালী করার বিষয়ে জানতে এবং হোয়াং হো নদীর পরিবেশ রক্ষা ক্ষেত্রের খোঁজখবর নিয়েছেন।

প্রেসিডেন্ট সি কানসু প্রদেশের লানচৌ জাওলিনসি সম্প্রদায়ে পরিদর্শন সফরের সময় কমিউনিটি কর্মী এবং বাসিন্দাদের সাথে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, সম্প্রদায়ের বাসিন্দাদের সুখী জীবনের জন্য মূল কাজ হল ভালো পরিষেবা প্রদান করা, বিশেষ করে ‘একজন বৃদ্ধ এবং একটি শিশু’র জন্য। নগর শাসনকে অবশ্যই সম্প্রদায়ের ভিত্তি সুসংহত করতে হবে যখন সম্প্রদায়টি ভালোভাবে নির্মিত হবে তখনই এটি প্রকৃতপক্ষে বাসিন্দাদের উপকার করতে পারে।

প্রেসিডেন্ট সি উল্লেখ করেছেন যে, হোয়াং হো নদীর অববাহিকায় পরিবেশগত সুরক্ষা এবং উচ্চমানের উন্নয়নের প্রচার অবশ্যই দীর্ঘ সময়ের জন্য করা উচিত এবং দীর্ঘকালীন পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা উচিত। মহান সুরক্ষা মহান উন্নয়নের পূর্বশর্ত, এবং স্বচ্ছ জল এবং সবুজ পাহাড়গুলো অমূল্য সম্পদ। হোয়াং হো নদী সুন্দর এবং ভবিষ্যতে আরও সুন্দর হবে।৷
সূত্র:স্বর্ণা-হাশিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

SBN

SBN

স্বচ্ছ জল এবং সবুজ পাহাড়গুলো অমূল্য সম্পদ: প্রেসিডেন্ট সি

আপডেট সময় ০৭:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

১২ই সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত বুধবার বিকেলে কানসু প্রদেশের লানচৌ শহর পরিদর্শন করেছেন। তিনি আননিং অঞ্চলের চাওলিন পশ্চিম কমিউনিটি এবং হোয়াং হো’র লানচৌ জুংশানছিয়াও অঞ্চলে পরিদর্শন করেন। তিনি স্থানীয় সম্প্রদায়ের সুবিধা এবং কল্যাণমুলক পরিষেবাগুলোকে উন্নত করা এবং সামাজিক নিরাপত্তার ব্যাপক ব্যবস্থাপনাকে শক্তিশালী করার বিষয়ে জানতে এবং হোয়াং হো নদীর পরিবেশ রক্ষা ক্ষেত্রের খোঁজখবর নিয়েছেন।

প্রেসিডেন্ট সি কানসু প্রদেশের লানচৌ জাওলিনসি সম্প্রদায়ে পরিদর্শন সফরের সময় কমিউনিটি কর্মী এবং বাসিন্দাদের সাথে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, সম্প্রদায়ের বাসিন্দাদের সুখী জীবনের জন্য মূল কাজ হল ভালো পরিষেবা প্রদান করা, বিশেষ করে ‘একজন বৃদ্ধ এবং একটি শিশু’র জন্য। নগর শাসনকে অবশ্যই সম্প্রদায়ের ভিত্তি সুসংহত করতে হবে যখন সম্প্রদায়টি ভালোভাবে নির্মিত হবে তখনই এটি প্রকৃতপক্ষে বাসিন্দাদের উপকার করতে পারে।

প্রেসিডেন্ট সি উল্লেখ করেছেন যে, হোয়াং হো নদীর অববাহিকায় পরিবেশগত সুরক্ষা এবং উচ্চমানের উন্নয়নের প্রচার অবশ্যই দীর্ঘ সময়ের জন্য করা উচিত এবং দীর্ঘকালীন পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা উচিত। মহান সুরক্ষা মহান উন্নয়নের পূর্বশর্ত, এবং স্বচ্ছ জল এবং সবুজ পাহাড়গুলো অমূল্য সম্পদ। হোয়াং হো নদী সুন্দর এবং ভবিষ্যতে আরও সুন্দর হবে।৷
সূত্র:স্বর্ণা-হাশিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ।