স্বাধীনতার শুভেচ্ছা
দেবিকা দত্ত
গান বাঁধলো আকাশ বাতাস
নদীর শুদ্ধ কলতান
স্বাধীনতার শুদ্ধ আহবানে
১৯৭১ এর মুক্তির গান।
মোর স্বাধীন বাংলাদেশ আমার,
স্বাধীনতার ৫৪ বছর,
শুভেচ্ছা জানাই তোমারে আরো উন্নত থেকে উন্নত তর হোক বাংলাদেশের মাটি
ভবিষ্যৎ প্রজন্ম হোক আরো উজ্জ্বল।
(ভারতবর্ষ থেকে বাংলাদেশের জন্য শুভেচ্ছা বার্তা)