ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বার্থ আর অর্থ

স্বার্থ আর অর্থ
সেন্টু রঞ্জন চক্রবর্তী, আগরতলা

সাপে নিউলে যুদ্ধ
ইঁদুর বিড়াল লড়াই,
কেউ ছাড়েনি কারো মাটি
ছিলো-
সমান সমান বড়াই।

কিন্তু এখন দিন বদলেছে
পাচ্ছি প্রমান হালে,
ইঁদুর এসে দিচ্ছে চুমু
বিড়াল মামুর গালে।

নেউল এখন দৌড়ে পালায়
সাপের দেখা পেলে,
বাঘ ও মহিষ স্নান সেরে নেয়
একই ঘাটের জলে।

মিলে মিশে চলছে সবে
বদলে গেছে কাল ,
স্বার্থ আর অর্থ হলেই
হাওয়ায় উড়ে পাল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বার্থ আর অর্থ

আপডেট সময় ১১:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

স্বার্থ আর অর্থ
সেন্টু রঞ্জন চক্রবর্তী, আগরতলা

সাপে নিউলে যুদ্ধ
ইঁদুর বিড়াল লড়াই,
কেউ ছাড়েনি কারো মাটি
ছিলো-
সমান সমান বড়াই।

কিন্তু এখন দিন বদলেছে
পাচ্ছি প্রমান হালে,
ইঁদুর এসে দিচ্ছে চুমু
বিড়াল মামুর গালে।

নেউল এখন দৌড়ে পালায়
সাপের দেখা পেলে,
বাঘ ও মহিষ স্নান সেরে নেয়
একই ঘাটের জলে।

মিলে মিশে চলছে সবে
বদলে গেছে কাল ,
স্বার্থ আর অর্থ হলেই
হাওয়ায় উড়ে পাল।