আলম সামস্বা, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি: কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা এলাকায় অটোরিকশার সাথে পুলিশের মোটরসাইকেল সংঘর্ষে বাঙ্গরা বাজার থানার সহকারী উপপরিদর্শক আহত (এএসআই) সাজ্জাদুল মান্নান (৪১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা কনস্টেবল আলামিন আহত হয়েছেন। তারা দুজন ডিউটিরত অবস্থায় মোটরসাইকেলে ছিলেন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে।
নিহত সাজ্জাদুল থানা ব্যারাকেই থাকতেন।
জানা যায়, দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এএসআই সাজ্জাদুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
আহত কনস্টেবলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান একই থানার উপপরিদর্শক (এসআই) পলাশ।