
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
হযরত মিয়া চান্দশাহ (রাঃ) অলির দরবার জিয়ারত করেন এডভোকেট সোয়ারব উদ্দিন এমপি।
শুক্রবার তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৪নং চান্দপুর ইউনিয়নের শেখের পাড়ায় হযরত মিয়া চান্দশাহর মাজার জিয়ারত করেন। পরে তিনি মাজার ও মসজিদ পরিচালনা করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃ আশিকুজ্জামান নজরুলকে আহ্বায়ক করে ৯ সদস্যদের একটি কমিটি ঘোষণা করেন।
এসময় কটিয়াদী থানা বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শুকুর আলী, ৪ নং চান্দ্পুর ইউনিয়ন পরিষদের সদস্যরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























