
নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের হরিরামপুরে ৫০০ শত পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (পূর্ব), মানিকগঞ্জ এর প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। জেলা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন জানান, জেলা গোয়েন্দা শাখা (পূর্ব), মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, (পূর্ব) মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি (পূর্ব), মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ) সুরেশ রাজবংশী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন কালই গোপালপুর সাকিনস্থ জনৈক শরীফ এর দক্ষিণ দুয়ারী টিনের একচালা বসত ঘরের সামনে হইতে তারিখ ১২/০৫/২০২৫ খ্রিঃ সময় রাত ০১.৩০ ঘটিকায় আসামী ১। বাতেন প্রমানিক (৫২), পিতা- মৃত জুলমত প্রমানিক, ২। সামছুল (৩৫), পিতা-মৃত তোতা সরদার, উভয় সাং-কালই, ৩। মোঃ রাব্বি (২২), পিতা- মোঃ নুরুউদ্দিন, সাং-ইজদিয়া (যাত্রাপুর), সর্ব থানা-হরিরামপুর, জেলা- মানিকগঞ্জদেরকে আটক করেন। ধৃত ১নং আসামী বাতেন প্রমানিক এর দখল হইতে ৫০০(পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ধৃত ২নং ও ৩নং আসামীদ্বয় ধৃত ১নং আসামীর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ে সহায়তা করে।
এতদ্ সংক্রান্তে হরিরামপুর থানায় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।