
যুক্তরাষ্ট্রের সময় ২২ আগস্ট, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফিল্ম একাডেমির যৌথ-উদ্যোগে, গ্লোবাল এআই ভিজুয়াল ওয়ার্কস সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডে আয়োজিত হয়।
অনুষ্ঠানে চীনের উপ-প্রচারমন্ত্রী ও সিএমজি-র মহাপরিচালক শেন হাইশিয়োং লিখিত বক্তৃতা দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রাক্তন সভাপতি ইয়াং ইয়েনচি অনুষ্ঠানে ভিডিও-বক্তৃতা দেন। এ ছাড়া, নিউ ইয়র্ক ফিল্ম একাডেমির উপ-প্রধান সানি ক্যালডেরন, লস অ্যাঞ্জেলেসে চীনের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল হুয়াং হোংচিয়াং অনুষ্ঠানে বক্তৃতা দেন।
একাডেমি অ্যাওয়ার্ডসের বিচারক, ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের নির্বাহী, প্রবীণ হলিউড চলচ্চিত্র নির্মাতা ও এআই প্রযুক্তি বিশেষজ্ঞসহ শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চলচ্চিত্র লোগো প্রদর্শিত হয়। এবারি প্রথম সিএমজি-র চলচ্চিত্র লোগো হলিউডে প্রদর্শিত হলো।
শেন হাইশিয়োং তার ভাষণে বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং-য়ের কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ভাষণের চেতনায়, সিএমজি চীনে এআই পণ্য তৈরি করছে এবং সিএমজি বিশ্ব রোবট গেমস, ন্যানি রোবট সম্মেলন, বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসসহ সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করছে। কোডের বাইরে মানবজাতি ও এআই-এর মধ্যে মানসিক অনুরণন খোঁজা এবং মানবজাতি ও এআই একই সাথে উন্নত হওয়ার উজ্জ্বল ভবিষ্যত দেখার জন্য, সিএমজি বিদেশী বন্ধুদেরকে গ্লোবাল এআই ভিজুয়াল ওয়ার্কস সংগ্রহ অনুষ্ঠানে যোগ দেওযার আমন্ত্রণ জানায়। আশা করা যায়, বিদেশী তরুণ-তরুণীরা সিনেমা ও এআই একত্র করে, কল্পনা ও সৃজনশীলতা দিয়ে একটি প্রযুক্তি ও বিভিন্ন সংস্কৃতি সংযুক্ত একটি সুরেলা ভবিষ্যতের পৃথিবী সৃষ্টিতে সক্ষম হবে।
তিনি বলেন, একটি দায়িত্বশীল ও উদ্ভাবনী মূলধারার মিডিয়া গ্রুপ হিসেবে, সিএমজি সিনেমা ও এআইর ভিত্তিতে, বিশ্বজুড়ে বন্ধুদের সাথে এআই উন্নয়ন ও শাসনব্যবস্থাকে এগিয়ে নিতে, অপব্যবহার প্রতিরোধ করতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবধান পূরণ করতে, এবং এআই প্রযুক্তিকে মানুষ-কেন্দ্রিক রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখবে।
রাষ্ট্রদূত সিয়ে ফেং ভিডিও-বক্তৃতাতে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সিনেমা তৈরি একসাথে অর্থনৈতিক বৃদ্ধির নতুন ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হবে বলে আশা করা যায়।
সানি ক্যালডেরন বলেন, নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি সর্বদা বিশ্বাস করে যে, এআই প্রতিস্থাপন নয়, এটি সহযোগী, যা শিল্পীদের চিন্তাভাবনা প্রসারিত করে এবং কল্পনার বাইরে সৃজনশীলতা বাস্তবে রূপান্তরিত করে। এ কারণে, এই কার্যক্রম অত্যন্ত তাত্পপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে, সিএমজি-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-র একাধিক এআই ছোট চলচ্চিত্র প্রদর্শিত হয়।
সূত্র: অনুপমা-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।