মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: বন্ধুর বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গিয়ে হাওরে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মরিচখালী এলাকার বড় হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে শরফুদ্দিন রাফু (২৪) ও একই এলাকার লাল মিয়ার ছেলে লিমন ইসলাম (২৩)। নিহত রাফু ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র ও লিমন মুন্সিগঞ্জ পলিটেনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ জুলাই) করিমগঞ্জ উপজেলার গুণধর কদিমমাইজহাটি গ্রামে বন্ধু তৌকিরের বিয়ে উপলক্ষে বেড়াতে আসেন রাফু ও লিমনসহ ছয় বন্ধু। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে তৌকিরদের বাড়ির সামনের বড় হাওরে সব বন্ধু গোসল করতে নামেন।
গোসলের একপর্যায়ে রাফু, লিমন ও তৌকির পানিতে তলিয়ে যান। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের পানি থেকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক রাফু ও লিমনকে মৃত ঘোষণা করেন। আর তৌকিরকে পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।