ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাওরে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: বন্ধুর বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গিয়ে হাওরে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মরিচখালী এলাকার বড় হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার কামাল উদ্দিনের ছে‌লে শরফু‌দ্দিন রাফু (২৪) ও একই এলাকার লাল মিয়ার ছে‌লে লিমন ইসলাম (২৩)। নিহত রাফু ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র ও লিমন মু‌ন্সিগঞ্জ প‌লি‌টে‌নিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ জুলাই) করিমগঞ্জ উপ‌জেলার গুণধর ক‌দিমমাইজহা‌টি গ্রামে বন্ধু তৌ‌কি‌রের বি‌য়ে‌ উপলক্ষে বেড়াতে আসেন রাফু ও লিমনসহ ছয় বন্ধু। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে তৌকিরদের বাড়ির সামনের বড় হাওরে সব বন্ধু গোসল করতে নামেন।

গোসলের একপর্যায়ে রাফু, লিমন ও তৌকির পানিতে তলিয়ে যান। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের পানি থেকে উদ্ধার করে কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়। এসময় চিকিৎসক রাফু ও লিমনকে মৃত ঘোষণা ক‌রেন। আর তৌ‌কির‌কে পরে কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

হাওরে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

আপডেট সময় ১১:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: বন্ধুর বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গিয়ে হাওরে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মরিচখালী এলাকার বড় হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার কামাল উদ্দিনের ছে‌লে শরফু‌দ্দিন রাফু (২৪) ও একই এলাকার লাল মিয়ার ছে‌লে লিমন ইসলাম (২৩)। নিহত রাফু ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র ও লিমন মু‌ন্সিগঞ্জ প‌লি‌টে‌নিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ জুলাই) করিমগঞ্জ উপ‌জেলার গুণধর ক‌দিমমাইজহা‌টি গ্রামে বন্ধু তৌ‌কি‌রের বি‌য়ে‌ উপলক্ষে বেড়াতে আসেন রাফু ও লিমনসহ ছয় বন্ধু। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে তৌকিরদের বাড়ির সামনের বড় হাওরে সব বন্ধু গোসল করতে নামেন।

গোসলের একপর্যায়ে রাফু, লিমন ও তৌকির পানিতে তলিয়ে যান। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের পানি থেকে উদ্ধার করে কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়। এসময় চিকিৎসক রাফু ও লিমনকে মৃত ঘোষণা ক‌রেন। আর তৌ‌কির‌কে পরে কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।