
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিছানার নিচ থেকে বিপুল পরিমান মাদকসহ মশিউর রহমান(২২) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায় রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
আটক যুবক মশিউর রহমান উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পুর্ব কাদমা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
প্রেস বিজ্ঞাপ্তিতে র্যাব জানায়, ভারতীয় সীমান্ত থেকে বিভিন্ন ধরনের মাদক পাচার করে নিজ বাড়িতে রেখে সারা দেশে পাইকারী বিক্রি করেন মশিউর রহমান। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালায় রংপুর র্যাব ১৩ এর একটি দল। এ সময় মশিউর রহমানের বাড়ি তল্লাশী চালিয়ে বিছানার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৩৭ বোতল স্কাপ ও ৪ কেজি দেড়শত গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মশিউর রহমানকে আটক করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মশিউর রহমানের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করে র্যাব।
রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদক নিয়ন্ত্রনসহ অপরাধ দমনে র্যাবের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























