হাতে হারিকেন
সেন্টু রঞ্জন চক্রবর্তী
কিরে হবু দিনের বেলা
হারিকেন কেনো হাতে?
হবু বলেন কর্তা মশাই
আলো লাগেনা রাতে।
দিনের বেলায়ই আজকাল
রাতের চেয়েও ভয়,
হারিকেনটা তাই সাথেই রাখি
কখন কিযে হয়।
আরো একটা ভয়ের আছে
কেউ যদি দেয় বাঁশ,
সেটাই বড় বিপদের কথা
একদম সর্বনাশ।
তাইতো ভাবছি করবো কি আর
হারিকেনটাই থাক সাথে,
দিনের বেলায় জ্বালিয়ে চলি
নিভিয়ে রাখি রাতে।
(আগরতলা ০২/০৬/২০২৪)