
স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরায় ‘জুলাই রেভেলস’ সংগঠনের দুই সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জুলাই বিপ্লবীদের প্ল্যাটফর্ম মঞ্চ-২৪ এর উদ্যোক্তা অন্তু মুজাহিদ সামাজিক মাধ্যমে শনিবার রাত ১০টার দিকে এ তথ্য জানান।
জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ফিরছিলেন তারা। পথিমধ্যে উত্তরা ৪ নম্বর সেক্টরে তাদের টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
বর্তমানে জুলাই রেভেলসের আহত দুই সদস্যকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হসপিটালে (রাজউক কলেজ সংলগ্ন) আনা হয়েছে। ইউএসবি হসপিটালের চিকিৎসক ডা: রেজাউল হক জুয়েল জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে রেজোয়ান (২৪) ও মেহেদী (১৯) নামের দুইজনকে আহত অবস্থায় আমাদের (ইউএসবি) হসপিটালে নিয়ে আসলে আমি তাদের কে চিকিৎসা সেবা দিয়েছি। রেজোয়ানকে বর্তমানে ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে এবং মেহেদীকে জরুরী চিকিৎসা শেষে বাসায় নিয়ে গেছে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























