ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হারবিন হচ্ছে ক্রীড়া সংস্কৃতি ও তুষার দৃশ্যের একটি চমৎকার সমন্বয়:মাহমুদ খোসরাভি ভাফা

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৮:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নবম এশিয়ান শীতকালীন গেমস ৭ ফেব্রুয়ারি চীনের হারবিন শহরে শুরু হয়েছে; চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ইরান অলিম্পিক কমিটির চেয়ারম্যান মাহমুদ খোসরাভি ভাফা হারবিনে সিএমজি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হারবিন শীতকালীন গেমস শুধু একটি খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং এতে গভীর ক্রীড়াচেতনা ও উষ্ণ ভালোবাসার প্রতিফলন ঘটেছে। এক দেশের সাথে আরেক দেশের বন্ধুত্ব জোরদারের সুযোগও দিচ্ছে এই গেমস।

তিনি বলেন, ‘বিশ্বাস করা মুশকিল যে, এতো ঠান্ডার মধ্যে, এতো উষ্ণ, আন্তরিক ও সুশৃঙ্খল একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।’ তিনি বলেন, দারুণ ঠান্ডা আবহাওয়া বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি, বরং বন্ধুত্বে আরও বেশি আগ্রহ ও প্রাণশক্তি যুগিয়েছে।
তিনি আরও বলেন, হারবিন হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি এবং তুষার ও বরফ দৃশ্যের একটি চমৎকার সমন্বয়, যা ক্রীড়াবিদদের জন্য একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এবারের গেমসের আয়োজনের মান ছিল প্রত্যাশার চেয়ে বেশি।

সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হারবিন হচ্ছে ক্রীড়া সংস্কৃতি ও তুষার দৃশ্যের একটি চমৎকার সমন্বয়:মাহমুদ খোসরাভি ভাফা

আপডেট সময় ০৮:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

নবম এশিয়ান শীতকালীন গেমস ৭ ফেব্রুয়ারি চীনের হারবিন শহরে শুরু হয়েছে; চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ইরান অলিম্পিক কমিটির চেয়ারম্যান মাহমুদ খোসরাভি ভাফা হারবিনে সিএমজি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হারবিন শীতকালীন গেমস শুধু একটি খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং এতে গভীর ক্রীড়াচেতনা ও উষ্ণ ভালোবাসার প্রতিফলন ঘটেছে। এক দেশের সাথে আরেক দেশের বন্ধুত্ব জোরদারের সুযোগও দিচ্ছে এই গেমস।

তিনি বলেন, ‘বিশ্বাস করা মুশকিল যে, এতো ঠান্ডার মধ্যে, এতো উষ্ণ, আন্তরিক ও সুশৃঙ্খল একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।’ তিনি বলেন, দারুণ ঠান্ডা আবহাওয়া বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি, বরং বন্ধুত্বে আরও বেশি আগ্রহ ও প্রাণশক্তি যুগিয়েছে।
তিনি আরও বলেন, হারবিন হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি এবং তুষার ও বরফ দৃশ্যের একটি চমৎকার সমন্বয়, যা ক্রীড়াবিদদের জন্য একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এবারের গেমসের আয়োজনের মান ছিল প্রত্যাশার চেয়ে বেশি।

সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।