
হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ইউপি সদস্য ঝন্টু বেপারী সদ্য দায়ের করা বি এন পির মামলায় পুলিশের হাতে আটক। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নিদের্শে পুলিশের এস আই ইয়াদুল ও এ এস আই ফারুকের নেতৃত্বে একটি চৌকস টিম তাকে আটক করে।
এ ঘটনার একদিন আগে উপজেলার মেমানিয়া ইউনিয়ন, আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের মৃধাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
আটকসূত্রে জানাযায় ঝন্টু বেপারী ও ভাই ভাতিজারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।হিজলা থানা সহ দেশের বিভিন্ন থানায় চুরি ডাকাতি খুন সহ একাধিক মামলার আসামী।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, বি এন পির দায়ের করা মামলা, মাছঘাট ভাংচুর লুটপাট ও সন্ত্রাসী কমকার্ন্ডের, ঝন্টু বেপারীকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এছাড়াও যারা মাদক,জুয়া,সন্ত্রাসী কার্যকালাপের সাথে জড়িত রয়েছে।তাদের আইনের আওতায় আনা হবে।