
হিন্দুস্থান
মানস দেব
বঙ্গোপসাগরে নিম্নচাপ ,
আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা ।
উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র প্রবল ঝড়-বৃষ্টি।
টানা পাঁচ দিন ধরে বৃষ্টির লাফালাফি
দোকানপাট সব প্রায় বন্ধ।
রাস্তাঘাটও জনশূন্য ।
সেদিন সবে বৃষ্টিটা ধরেছে।
গৃহবন্দী মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে শুরু করেছে পথে বেরোতে ।
চৌধুরীপাড়ার লোকেরা পথ চলতে গিয়ে দেখে
পাড়ার চন্ডীমণ্ডপে শুয়ে রয়েছে এক বৃদ্ধ।
তার নাম জানতে চাইলে –
সে কেবল বলে – ” আমি হিন্দু… আমি হিন্দু । ”
পরের দিন ভোরে দেখা গেল বৃদ্ধের নিথর দেহ !
সম্মুখে রাখা পুটুলি হাতাতেই মিলল একখানি – ” কোরআন “।
এই দেশ ত্যাগী হবার ভয়ে
পুটুলির গায়ে লেখা – ” হিন্দুস্থান “।