চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, গত (বৃহস্পতিবার), ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে অবস্থিত হেংছিন কুয়াংতং ও ম্যাকাও গভীর সহযোগিতা এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সি বলেন, হেংছিন কুয়াংতং ও ম্যাকাও গভীর সহযোগিতা এলাকা নির্মাণের পর, বিগত তিন বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন কাজে অগ্রগতি অর্জিত হয়েছে। অঞ্চলটির একীকরণের মান অব্যাহতভাবে উন্নত হচ্ছে।
কুয়াংতং-ম্যাকাও যৌথ চীনা মেডিসিন বিজ্ঞান ও প্রযুক্তি প্ল্যাটফর্ম গড়ে তোলা বিষয়ে জানার সময় সি চিন পিং, বিভিন্ন অগ্রণী প্রযুক্তি দিয়ে চীনা মেডিসিন বিশ্বে প্রচারের অনুশীলনের প্রশংসা করেন। তিনি ম্যাকাও’র আরও বেশি যুবককে হেংছিনে কাজ করতে উৎসাহ দেন।
সি চিন পিং হেংছিন কুয়াংতং ও ম্যাকাও গভীর সহযোগিতা এলাকার পরিকল্পনা, নির্মাণ, পরিচালনা ও সেবা বিভাগের প্রতিনিধিদের খোঁজখবরও নেন। তিনি বলেন, ‘ম্যাকাও+হেংছিন’ ‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুশীলনের নতুন মডেলে পরিণত হয়েছে। এটি জাতীয় উচ্চ মানে বৈদেশিক উন্মুক্তকরণের নতুন প্ল্যাটফর্ম।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।